ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি যাওয়ার আগে আইন-কানুন জানার তাগিদ দিলেন রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
সৌদি যাওয়ার আগে আইন-কানুন জানার তাগিদ দিলেন রাষ্ট্রদূত ...

ঢাকা: বাংলাদেশ থেকে কর্মসংস্থানের লক্ষ্যে সৌদি আরব যাওয়ার আগে সেদেশের আইন-কানুন ভালোভাবে জানার তাগিদ দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অ্যাসা ইউসেফ অ্যাসা আল দুলাইহান।  

বুধবার (২০ জানুয়ারি) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে তিনি এ তাগিদ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন সৌদি রাষ্ট্রদূত অ্যাসা ইউসেফ অ্যাসা আল দুলাইহান। বৈঠকে দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং বহুপাক্ষিক বিষয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী করোনা মহামারি চলাকালীন বাংলাদেশি প্রবাসীদের প্রতি সহানুভূতিশীল থাকার জন্য সৌদি আরব সরকারকে ধন্যবাদ জানান। বৈঠকে সৌদি আরবে থাকা তথাকথিত ৫৫ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট নবায়ন ও বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত ১১ লাখ রোহিঙ্গা নাগরিকের প্রত্যাবাসন নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২১
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।