ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে মাইক্রোবাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে মাইক্রোবাস

মানিকগঞ্জ: পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ৫ নম্বর পন্টুন দিয়ে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু'টি ইউনিট কাজ করে ৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আরিচা কাম নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মুজিবর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মুজিবর রহমান বলেন, রাজবাড়ীগামী একটি মাইক্রো সকাল ৯ টার দিকে পাটুরিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে ৫ নম্বর পন্টুনে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনাটি শুনে আমাদের দু'টি ইউনিট কাজ করে জীবিত অবস্থায় ৫ যাত্রীকে উদ্ধার করে এবং মাইক্রোবাসটিকে নদী থেকে রেকার দিয়ে উদ্ধার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।