ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

অর্থ তছরুপের অভিযোগে ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
অর্থ তছরুপের অভিযোগে ইউপি চেয়ারম্যান-সদস্য বরখাস্ত

সিরাজগঞ্জ: স্থানীয় সরকার বিভাগের লোকাল গভর্ন্যান্স প্রজেক্টের (এলজিএসপি-৩) প্রায় ৩০ লাখ টাকা তছরুপের দায়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ ও ইউপি সদস্য মোছা. সালেহা বেগমকে বরখাস্ত করা হয়েছে।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামছুজ্জোহা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের  সিনিয়র সহকারী সচিব মো. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইউপি চেয়ারম্যান ও সদস্যকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি চিঠি আমাদের হাতে এসেছে।  

তিনি বলেন, এলজিএসপি প্রকল্পের বিগত দুটি অর্থবছরে মৌলিক থোক (বিবিজি) বরাদ্দকৃত ৩০ লাখ ১৫ হাজার ৮শ’ ৪৪ টাকা ইউনিয়ন পরিষদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ম বহির্ভূতভাবে তোলার দায়ে তাদের বরখাস্ত করা হয়েছে।  

সূত্র জানায়, ২০১৮-১৯ ও ২০১৯-২০ এই দুই অর্থবছরে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় জালালপুর ইউনিয়ন পরিষদের ব্যাংক অ্যাকাউন্টে দুই কিস্তিতে সর্বমোট ৩০ লাখ ১৫ হাজার ৮শ’ ৪৪ টাকা বরাদ্দ দেওয়া হয়। ওই অ্যাকাউন্ট থেকে ইউপি চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ, সাবেক ইউপি সচিব এস এম জিয়াউল করিম ও ইউপি সদস্য সালেহা বেগমের যৌথ স্বাক্ষরে বিভিন্ন সময়ে  ১শ’ ২৯টি চেকের মাধ্যমে টাকা উত্তোলন করে সোনালী ব্যাংক শাহজাদপুর শাখায় সাবেক সচিবের নিজস্ব অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। বিষয়টি এলজিএসপি-৩ এর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোহাম্মদ আখতারুজ্জামানের নজরে এলে তিনি সাবেক সচিব এস এম জিয়াউল করিম ও অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এনায়েতপুর থানায় একটি এজাহার দায়ের করেন।  এ বিষয়টি তিনি স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-৩ প্রকল্পের প্রকল্প পরিচালককে (যুগ্ম সচিব) মোবাইল ফোনে অবহিত করেন। একইসঙ্গে তছরুপ করা অর্থ   উদ্ধার ও দোসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।  


এর প্রেক্ষিতে ১৭ জানুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ চেয়ারম্যান হাজী সুলতান মাহমুদ এবং সদস্য মোছা. সালেহা বেগমকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।