ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিক আফজাল মোহাম্মদ আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সাংবাদিক আফজাল মোহাম্মদ আর নেই

ঢাকা: ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) নির্বাহী কমিটির সদস্য চ্যানেল নাইনের সাবেক প্রতিবেদক আফজাল মোহাম্মদ আর নেই। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে মারা যান আফজাল মোহাম্মদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর।

হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ নিজ জেলা পঞ্চগড়ে নিয় যাওয়া হচ্ছে।

সাংবাদিক আফজালের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) ও রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপসন (র‌্যাক)।

বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
ডিএন/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।