ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যাত্রী বেশে ডাকাতি, গ্রেফতার ৫ 

সাভার করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
সাভারে যাত্রী বেশে ডাকাতি, গ্রেফতার ৫  গ্রেফতার পাঁচজন

সাভার (ঢাকা): সাভারের যাত্রী বেশে বাসে ডাকাতির ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।  

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে পিবিআই ঢাকা জেলা পুলিশের উপ-পরিদর্শক সালেহ ইমরান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

বুধবার (২০ জানুয়ারি) রাতে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাঁচামরা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার পাঁচজন হলেন- সুমন মিয়া (২৫), শরীফ মোল্লা (২০), মুহিত শেখ (২২), আলমগীর হোসেন (২৮) ও রাজীব হোসেন (২১)।  

পিবিআই সূত্রে জানা গেছে, গত বছরের ২৪ জুলাই গ্রামের বাড়ি লালমনিরহাট যাওয়ার জন্য সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে গার্মেন্টস স্টাফ লেখা একটি বাসে ওঠেন মাইদুল ইসলাম নামে এক ব্যক্তি। সে সময় বাসটির ভেতরে থাকা ১০-১১ জনের একটি ডাকাত দল তার হাত-পা ও চোখ বেঁধে মারধর এবং ভয়-ভীতি দেখিয়ে প্রায় ২৬ হাজার টাকা লুট করে নেয়। পরে তাকে আহত করে সাভার থানাধীন তুরাগ নদীর পাড় সংলগ্ন একটি স্টেশনের বিপরীত পাশে ফেলে পালিয়ে যায়।  

এ ঘটনার পর ভুক্তভোগী ওই ব্যক্তি থানায় একটি মামলা দায়ের করলে তদন্তের দায়িত্ব নিয়ে গত ২৮ অক্টোবর ডাকাত দলের দু’জনকে গ্রেফতার করে পিবিআই। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে মানিকগঞ্জের দৌলতপুর থানার দুর্গম চর বাঁচামরা এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত আরও চার জনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।