ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ৯

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ডেমরায় ১৫ হাজার ইয়াবাসহ আটক ৯

8ঢাকা: রাজধানীর ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ হাজার ইয়াবাসহ নয়জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

আটকরা হলেন-হেলাল উদ্দিন (২৪), ঝুমুর আক্তার (২০), আশিক মিয়া (২৪), শাহ আলম (২৪), শরিফ (৪৫), শফিকুল ইসলাম (২৩), হেলাল উদ্দিন (২৮), আমজাদ হোসেন (৫৫) ও মাহাবুব আলম (৩৬)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকেলে ডেমরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে ডিবি উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

অভিযানের নেতৃত্ব দেওয়া ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম জানান, আটকরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।

আটক নয়জনের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।