ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

ঢাকা: চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে এলজিইডি’র নিয়োগ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।

শুক্রবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে তারা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন নিয়োগ বঞ্চিত লুৎফুন নাহার পলাশী, অনুপম বড়ুয়া, আফজাল হোসেন ও জিয়া রহমান প্রমুখ।

নিয়োগ বঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা বলেন, মহামান্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের রায়ের পরেও তিন হাজার ৭৯৬ জন দক্ষ, নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। আমরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে আসছি। একই রায়ে তিন হাজার ৭২৮ জনের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর হলেও তিন হাজার ৭৯৬ জনের হয়নি। এতে করে আমরা পরিবার নিয়ে অনাহারে দিন কাটাচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ, আমাদের চাকরি রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে পরিবার নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দিন।

অবস্থান কর্মসূচিতে অংশ গ্রহণ করেন চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, গাজীপুর, নরসিংদী, সুনামগঞ্জ, গোপালগঞ্জ, রাজশাহী, খুলনাসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক নিয়োগ প্রত্যাশী।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
টিএম/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।