ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার আশুলিয়ায় যুবকের মরদেহ উদ্ধার। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় শাহিন উদ্দিন (২৬) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২২ জানুয়ারি) সকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচটের আইনাল মার্কেটের বাশতলা মসজিদের পাশের বাদশা মিয়ার বাড়ির সামনে শাখা সড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পাবনা জেলার বেড়া থানার চর নাগদাহ গ্রামের হাুরন বেপারীর ছেলে। তিনি রিকশা চালক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী নাসের বাংলানিউজকে জানায়, সকালে শাখা সড়কে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীরা। পরে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় মেরে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। নিহতের পরিবারের সাথে কথা বলার চেষ্টা চলছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।