ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ওয়ালটনের তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের প্রয়াণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
ওয়ালটনের তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের প্রয়াণ মাহবুব আলম মৃদুল

ঢাকা: ওয়ালটনের পরিচালক মাহবুব আলম মৃদুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ‌্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি।

তার বয়স হয়েছিল ২৪ বছর।

তরুণ পরিচালকের আকস্মিক মৃত্যুতে ওয়ালটন পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।  

শুক্রবার (২২ জানুয়ারি) বাদ জুমা মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোসাই জোয়ারে জানাজার পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদরের গোসাই জোয়ার‌ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল মৃত্যুর আগ পর্যন্ত ওয়ালটনের পরিচালক পদে আসীন ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।