ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে রেস্তোরাঁ কর্মচারীর আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
সুনামগঞ্জে রেস্তোরাঁ কর্মচারীর আত্মহত্যা 

সুনামগঞ্জ: সুনামগঞ্জ শহরের রান্নাঘর নামে একটি রেস্তোরাঁর কর্মচারী নিশি দাশ (২৩) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  

শুক্রবার (২২ জানুয়ারি) রাতে রেস্তোরাঁর চারতলায় নিজ কক্ষে গামছা দিয়ে জানালার গ্রিলে ফাঁস দেওয়া অবস্থা মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত নিশি দাস দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তাড়ইল গ্রামের ময়না দাসের ছেলে।  

জানা যায়, সন্ধ্যায় রেস্তোরাঁর কাজ শেষ করে নিশি তার কক্ষে ফিরে যায়। পরে আর কারো সঙ্গে যোগাযোগ করেনি। তার সহকর্মী রাতে গিয়ে তার খোঁজ নিলে কক্ষের দরজা বন্ধ পান। এ ঘটনা রেস্তোরাঁ মালিক আমির হোসেনকে জানানো হয়। তিনি পুলিশকে খবর দিলে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করা হয়।  

আমির হোসেন বাংলানিউজকে বলেন, নিশি আমার রেস্তোরাঁয় প্লেট ধোয়ার কাজ করতো। কেন সে ফাঁস দিলো তা বুঝতে পারছি না।  

সুনামগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অঞ্জন পুরকায়স্থ বলেন, ঘরের দরজা ভেঙে গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় জানালার গ্রিলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।