ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
যশোরে ইয়াবাসহ নারী মাদকব্যবসায়ী আটক

যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলা থেকে সন্ধ্যা বেগম ওরফে বৃষ্টি (২৩) নামে এক নারী মাদকব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার লাউজানী এলাকা থেকে তাকে আটক করা হয়।

বৃষ্টি যশোর শহরের বেজপাড়া টিভি ক্লিনিক মোড় এলাকার শহিদুল ইসলাম হীরার স্ত্রী।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম সারোয়ার হুসাইন বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানার লাউজানী এলাকায় অভিযান চালিয়ে বৃষ্টিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০৯২৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
ইউজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।