ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভার (ঢাকা): পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে সাভারে পারভেজ (২৪) নামে এক যুবককে কুপিয়ে জখম করার একদিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে, শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভারের কামালরোড এলাকার ড্রেন মার্কেটের সামনে এলোপাতাড়ি কোপানো হয় পারভেজকে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

নিহত পারভেজ ঢাকা জেলার ধামরাই থানার বালিয়া গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি সাভারের একটি থাই গ্লাস কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, গত তিন মাস আগে পারভেজ বিয়ে করেন। পারিবারিক সমস্যাকে কেন্দ্র করে শনিবার (২৩ জানুয়ারি) রাত ১০টার দিকে সাভারের কামালরোড এলাকার ড্রেন মার্কেটের সামনে এলোপাতাড়ি কোপানো হয় পারভেজকে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সুপার হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইমলাম বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ এখনো এনাম মেডিক্যালে রয়েছে। চিকিৎসার ২ লাখ টাকা বাকির জন্য মরদেহ এখনো সেখানে রয়েছে। এ বিষয়ে মামলার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।