ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সেশনজট নিরসনসহ ৪ দফা দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
সেশনজট নিরসনসহ ৪ দফা দাবি পলিটেকনিক শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: সেশনজট নিরসনসহ চার দফার দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার (২৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।



শিক্ষার্থীদের অন্যান্য দাবিগুলো-স্থগিত হওয়া দ্বিতীয়, চতুর্থ ও ষষ্ঠ পর্বে তাত্ত্বিক অংশগুলোকে অটোপাস দিয়ে ব্যবহারিকগুলোকে পরবর্তী পর্বের সঙ্গে সংযুক্ত করা এবং একইসঙ্গে ১ম থেকে সপ্তম পর্বের সিলেবাস কমিয়ে অনলাইনে ক্লাস করানোর মাধ্যমে দ্রুত পরীক্ষা নেওয়া; অতিরিক্ত ফি প্রত্যাহার ও প্রাইভেট পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর সেমিস্টার ফি ৫০ শতাংশ মওকুফ করা এবং সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য আসন বরাদ্দ করা।

এসময় সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে সংগঠনের মুখপাত্র মেহেদি হাসান লিমন বলেন, আমাদের সেমিস্টারের ছয়টি সাবজেক্ট রয়েছে। মোট ২শ নম্বরের পরীক্ষা হয়। এখানে ১১০ নম্বরে হচ্ছে প্র্যাকটিক্যাল এবং ৯০ নম্বরে হচ্ছে লিখিত পরীক্ষা। কর্তৃপক্ষ বলছেন এই নম্বর ৫০ শতাংশ করা হবে। কিন্তু আমাদের দাবি তারা যদি কোনোভাবে লিখিত অংশটা পাস করে দেয় তাহলে ব্যবহারিক অংশটা পরবর্তী সেমিস্টারে আমরা করতে পারবো।

তিনি বলেন, এতে করে আমাদের সেশনজট হবে না। অন্যদিকে সরকার নির্দেশনা জারি করেছে আমাদের টিউশন ফি মওকুফ করা হবে। কিন্তু কোনো প্রতিষ্ঠান বেতন মওকুফ করছে না। বরং তারা বলছেন এটা ভুয়া। তাহলে আমাদের সঙ্গে এটা কি করা হচ্ছে? অথচ আমাদের কাছে কাগজ আছে।

মানববন্ধনে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চরণ করে বলেন, আগামী মাসের ১ তারিখের মধ্যে আমাদের সব দাবি-দাওয়া না মেনে নিলে আমরা কঠোর আন্দোলন ও অবরোধের মতো কর্মসূচি দেবো।

এ সময় মানববন্ধন নাওরাহীর আলম, জান্নাতুল ফেরদৌস, নেসার উদ্দিন, তানজিল চৌধুরীসহ বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পিএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।