ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি সানোফির শ্রমিকদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পাওনা বুঝিয়ে দেওয়ার দাবি সানোফির শ্রমিকদের সংবাদ সম্মেলন/ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: শ্রমিকের পাওনা বুঝিয়ে দেওয়ার জন্য সানোফি বাংলাদেশ লিমিটেডকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিষ্ঠানের ওয়ার্কার্স এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসার আহ্বান জানানো হয়েছে। ওই সময়ের মধ্যে যদি সানোফি স্বেচ্ছায় না বসে তাহলে ৪৮ ঘণ্টা পরে আবারও জরুরি সংবাদ সম্মেলন ডেকে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

রোববার (২৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জীব কুমার চক্রবর্তী এসব কথা বলেন।

সঞ্জীব কুমার চক্রবর্তী লিখিত বক্তব্যে বলেন, সানোফি ম্যানেজমেন্ট ট্রেড ইউনিয়নের সঙ্গে আলোচনা না করে একতরফাভাবে কর্মকর্তা-কর্মচারীদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। কর্মকর্তা-কর্মচারীদের দাবির বিষয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া আমরা মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক শ্রম আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি সানোফিকে এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসার আহ্বান জানিয়ে বলেন, আশা করি সানোফি মানেজমেন্ট কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়াসহ অন্যান্য যৌক্তিক দাবি মেনে নেবে এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সানোফি বাংলাদেশ লিমিটেড ওয়ার্কার্স এমপ্লোয়িজ অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সঙ্গে আলোচনায় বসবেন। না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আবারও সংবাদ সম্মেলন ডেকে পরবর্তী কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো. নুরুজ্জামান রাজু, শ্রমিক নেতা রাজেকুজ্জামান রতন এবং প্রতিষ্ঠানের অন্যান কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২১
পিএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।