ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার ৭ আহত পুলিশ সদস্য। ছবি: বাংলানিউজ

পিরোজপুর: পিরোজপুরে আসামি ধরতে গিয়ে আসামির পক্ষের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। ওই হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়েছে।

রোববার (২৪ জানুয়ারি) রাতে পিরোজপুর পৌরসভার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মো. আজাদ বাংলানিউজকে জানান, সম্প্রতি সিভিল সার্জন অফিসের ক্লোজ সার্কট ক্যামেরা (সিসি ক্যামেরা) চুরির ঘটনার ঘটে। রোববার (২৪ জানুয়ারি) রাত ২টার দিকে পুলিশ চুরির   মামলার আসামি মেহিদী হাসান শিকদারকে গ্রেফতার করতে যায়। এ সময় আসামির নেতৃত্বে ১০-১২ জন পুলিশের উপর হামলা চালায়। এতে ওই অভিযানে থাকা এসআই সৈকত হাসান সানি, এসআই মাহমুদুল হাসান, এএসআই সাইফুল ইসলাম, এএসআই খায়রুল হাসান ও পুলিশ সদস্য মারুফ হোসেন আহত হন। হামলায় গুরুতর আহত পুলিশের এএসআই খায়রুল ও পুলিশ সদস্য মারুফ জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পিরোজপুর সদর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাদল বাংলানিউজকে জানান, এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ০১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।