ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাপ্তাইয়ে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
কাপ্তাইয়ে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে যুবকের মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই উপজেলায় বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে মো. নাইমুর রহমান নয়ন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া গলায় ফাঁস দিয়ে মো. শোয়েব আহমেদ (২৮) অপর এক যুবক আত্মহত্যা করেছেন।

সোমবার (২৫ জানুয়ারি) উপজেলার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) প্রজেক্ট এলাকায় পৃথক এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বন্ধুদের ফাঁস দেওয়া শিখাতে গিয়ে মো. নাইমুর রহমান নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই দিন ভোরে পারিবারিক কলহের জেরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন মো. শোয়েব আহমেদ নামে অপর এক যুবক।

নিহত শোয়েব কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের গাড়িচালক খয়েজ আহমদ তরুণের ছেলে। তিনি পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয়ে বিনাশ্রমে শারীরিক শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং নিহত নাইমুর রহমান কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মো. ফরহাদ হোসেনের ছেলে বলে জানা গেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিতি করে বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।