ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্ত থেকে ১১১৫ বোতল ফেনসিডিল জব্দ

উপজেলা করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
শার্শা সীমান্ত থেকে ১১১৫ বোতল ফেনসিডিল জব্দ জব্দ ফেনসিডিল। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত এলাকা পরিত্যক্ত অবস্থায় এক হাজার ১১৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে মাদকগুলো জব্দ করা হয়।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল মালেক বাংলানিউজকে জানান, শিকারপুর সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করেছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার ১১৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগেই সেখান থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত মাদকগুলো যশোর বিজিবি ক্যাম্পে জমা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।