ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন-সম্পাদক হৃদয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন-সম্পাদক হৃদয় ...

ঢাকা: ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের নির্বাচনে সভাপতি পদে মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক পদে আবুল হাসান হৃদয় নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।

এর আগে সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে সকাল ১০টায় এই ভোটগ্রহণ শুরু হয় যা বিকেল ৫টা পর্যন্ত চলে। সংগঠনটির মোট ১২৬৬ জন ভোটারের মধ্যে ৭৭৫ জন ভোট দেন।

সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের আলোর আঞ্জুমান আরা শিল্পী নির্বাচিত হয়েছেন। আর যুগ্ম সম্পাদক পদে ভোরের পাতার জাওহার ইকবাল খান, কোষাধ্যক্ষ পদে দৈনিক ইত্তেফাকের অলক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক খোলাকাগজের সামসুল আলম সেতু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সারাবাংলা ডট নেটের আলমগীর কবির, দফতর সম্পাদক পদে দৈনিক মানবকন্ঠের মনির আহমেদ জারিফ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে লাবিন রহমান এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের তৌফিক অপু নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্য পদে আজকের পত্রিকার ফারজানা জবা, বাংলাদেশের আলোর জাফরুল আলম, বাংলাভয়েসের আবদুর রহমান খান, শিকড় সন্ধানের আমিনুল রাণা, ইউনাইটেড নিউজের আ. হ. ম. ফয়সাল, বাংলাদেশের আলোর মো. মনির হোসেন, ডেইলি ইন্ডাস্ট্রির মো. ফখরুদ্দীন মুন্না, বাংলার সমাচারের মো. নাঈম মাশরেকী, স্বদেশ প্রতিদিনের আবু জাফর সাইফুদ্দীন, ইনকিলাবের মোহাম্মদ আবদুল অদুদ ও দৈনিক নওরোজের মো. সাফায়েত হোসেন নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।