ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে উদ্ধার করা জমিতে শেখ রাসেল শিশু পার্ক করবে প্রশাসন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
টাঙ্গাইলে উদ্ধার করা জমিতে শেখ রাসেল শিশু পার্ক করবে প্রশাসন  লতিফ সিদ্দিকীর কাছ থেকে উদ্ধার করা জমি। ছবি: বাংলানিউজ

টাঙ্গাইল: টাঙ্গাইলে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর দখল থেকে উদ্ধার করা জমিতে শিশু পার্ক নির্মাণ করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। পার্কটি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে নামকরণ করা হবে।

এ লক্ষ্যে জেলা প্রশাসন আগামী বুধবার (২৭ জানুয়ারি) জেলার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেছে।

গত রোববার (২৪ জানুয়ারি) শহরের জেলা সদর সড়কের আকুর টাকুর পাড়ায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আব্দুল লতিফ সিদ্দিকীর দখলে থাকা প্রায় ৫০ কোটি টাকা মূল্যের দুই বিঘা (৬৬ শতাংশ) জমি উদ্ধার করে জেলা প্রশাসন। এসময় ওই জমিতে লতিফ সিদ্দিকীর নির্মিত স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উদ্ধার করার পর জমিটিতে লাল নিশান এবং এটি “ক” তালিকাভূক্ত অর্পিত সম্পত্তি বলে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়।

জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি বাংলানিউজকে জানান, উদ্ধার করা জমিতে শেখ রাসেলের নামে একটি শিশু পার্ক করার পরিকল্পনা করা হয়েছে। এ ব্যাপারে বুধবার মতবিনিময় সভা করা হবে।

জেলা প্রশাসন সূত্র জানায়, ১৯৭২ সালে আব্দুল লতিফ সিদ্দিকী  সরকারের কাছ থেকে ওই জমিটি ইজারা নেন। ১৯৭৩ সাল পর্যন্ত তিনি ইজারার টাকাও পরিশোধ করেন। এরপর দীর্ঘসময় তিনি ইজারার টাকা পরিশোধ না করে সাব-জজ আদালতে মালিকানা দাবি করে মামলা করেন। মামলার রায় লতিফ সিদ্দিকীর পক্ষে যায়। পরে জেলা জজ আদালতে সরকারপক্ষ আপিল করে, সেখানেও লতিফ সিদ্দিকী ডিক্রি প্রাপ্ত হন। পরে সরকারপক্ষ হাইকোর্টে রিভিশন মামলা করেন, সেখানে লতিফ সিদ্দিকী হেরে যান। পরে লতিফ সিদ্দিকী হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে “লিভ টু আপিল” করেন। সেখানে সরকারপক্ষ ডিক্রি প্রাপ্ত হন। লতিফ সিদ্দিকীকে ওই জমির ওপর তার নির্মিত স্থাপনা অপসারণের জন্য গত ৩১ ডিসেম্বর প্রশাসন নোটিশ দেয়। নোটিশ পাওয়ার পরও তিনি স্থাপনা অপসারণ না করায় উচ্ছেদ অভিযান চালিয়ে জমি উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।