ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে নৌকার প্রচারণায় ডিজে মানিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
ফেনীতে নৌকার প্রচারণায় ডিজে মানিক ফেনীতে নৌকার প্রচারণায় ডিজে মানিক

ফেনী: জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলী লীগের প্রচারণার গান গেয়ে আলোচিত শিল্পী মানিক ভাই খ্যাত নাদিফ সানি ফেনী পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী নজরুল ইসলাম স্বপন মিয়াজীর নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

শহরের বিভিন্ন সড়কে ডিজে গানের মাধ্যমে নৌকার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে গানের তালে তালে শহরের মানুষদের নজর কেড়েছেন। ফেনীতে এসে খুব আনন্দিত এবং ফেনীর প্রচারণা উপভোগ করছেন বলে জানান নাদিফ সানি।  

তিনি বলেন, আমি ফেনীতে আসার আগে ভেবেছিলাম এটি গ্রামের মতো হবে কিন্তু ফেনীতে এসে দেখি এটি ঢাকার চেয়েও উন্নত। ফেনীতে এসে অনেক ভালো লাগছে, ফেনীর মানুষ খুবই অতিথিপরায়ণ। আপ্যায়নের কোন কমতি রাখেনি।

ফেনীতে নির্বাচনের সুন্দর একটি পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অনেক জেলায় গিয়েছি। সব জায়গায় দেখেছি প্রচার প্রচারণা। ফেনীতে সব দলের প্রার্থীরা খুব সুন্দরভাবে প্রচারণা চালাচ্ছেন।  

বাংলাদেশ সময় ০৮০০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এসএইচডি/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।