ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
সাতক্ষীরায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরায় বিউটি সাধু (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে।

বুধবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার মাগুরা এলাকার নিজেদের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ বিউটি সাধু ঝিনাইদহ জেলা সদরের চাকলাপাড়া গ্রামের বিষ্ণুপদ সাধু খার মেয়ে। তার স্বামী সাধন সাধু মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

বিউটি সাধুর মামাতো ভাই কনক বিশ্বাস বাংলানিউজকে জানান, তার দুলাভাই স্কুলশিক্ষক সাধন সাধুর সঙ্গে অন্য একটি মেয়ের পরকিয়ার সম্পর্ক রয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার রাতের কোনো এক সময় তার দুলাভাই সাধন সাধু তার বোনকে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর এই হত্যাকে তারা আত্মহত্যা বলে প্রচার করে। এরপর স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জানতে পেরে সাতক্ষীরা সদর থানার পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করেন। নিহত বিউটি সাধুর ৪ বছরের একটি ছেলে রয়েছে। তিনি তার বোনের হত্যাকারীর উপযুক্ত শাস্তির দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ইতোমধ্যে নিহত গৃহবধূ স্বামী স্কুল শিক্ষক সাধন সাধুকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।