ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অ্যান্টনি ব্লিনকেনকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
অ্যান্টনি ব্লিনকেনকে ঢাকা সফরের আমন্ত্রণ পররাষ্ট্রমন্ত্রীর ড. এ কে আব্দুল মোমেন ও অ্যান্টনি ব্লিনকেন

ঢাকা: জো বাইডেন প্রশাসনের নতুন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। অ্যান্টনি ব্লিনকেনকে এক চিঠিতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছেন ড. মোমেন। চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

চিঠিতে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করে যাবে প্রত্যাশা করেন ড. মোমেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।