ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভোটকেন্দ্রে প্রবেশের সময় অস্ত্রসহ কিশোর আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২১
ভোটকেন্দ্রে প্রবেশের সময় অস্ত্রসহ কিশোর আটক

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে প্রবেশের সময় দেশীয় অস্ত্রসহ আবদুর রহমান (১৬) নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩০ জানুয়ারি) দুপুরে শংকরপাশা ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক আবদুর রহমান শংকরপাশা গ্রামের হারুন হাওলাদারের ছেলে।

আটকের বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম তালুকদার। তিনি জানান, ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টাকালে কেন্দ্রের বাইরে থেকে ওই যুবককে আটক করা হয়। এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে ঝালকাঠির নলছিটি পৌরসভা নির্বাচনে ভোটকেন্দ্রে এজেন্টদের ঢুকতে না দেওয়া, নৌকায় প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রার্থী মজিবুর রহমান।

শনিবার দুপুরে নলছিটি পৌর শহরের শহীদ মিনার চত্বরে সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়া‌রি ৩০, ২০২১
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।