ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আর্থিক প্রণোদনা দাবি সার্কাস মালিক সমিতির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
আর্থিক প্রণোদনা দাবি সার্কাস মালিক সমিতির সংবাদ সম্মেলন, ছবি: শাকিল

ঢাকা: সরকারের লাইসেন্সপ্রাপ্ত ২৫টি প্রতিষ্ঠানকে সার্কাস প্রদর্শনের অনুমতিসহ ১০ কোটি টাকা (ফেরতযোগ্য) প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ সার্কাস মালিক সমিতি।

রোববার (৩১ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বাংলাদেশ সার্কাস মালিক সমিতির সভাপতি বাবু নিরঞ্জন সরকার।

তিনি বলেন, আমাদের অতি পুরনো জনপ্রিয় সার্কাস শিল্পটি আজ প্রায় বিপন্ন। স্বাধীনতা-পূর্ব এবং উত্তরকালে গঠিত অধিকাংশ সার্কাস আজ আর নেই। যথাযথ পৃষ্ঠপোষকতার অভাবে সার্কাস অঙ্গনটি আজ মোটেও সুস্থ-সবল নেই।

নিরঞ্জন বলেন, করোনাকালে দীর্ঘ ১১ মাস সার্কাস প্রদর্শনী বন্ধ থাকায় এর সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ২৫ হাজার মালিক-কর্মচারী, শিল্পী এখন বেকার অবস্থায় দিন কাটাচ্ছে।

তিনি বলেন, এ অবস্থায় মালিকদের কেউ কেউ সংকট কাটিয়ে উঠতে না পারায় সার্কাস সরঞ্জাম হাতবদল করছেন। তারা ধার-দেনা করে বেঁচে থাকলেও এর সঙ্গে যুক্ত প্রশিক্ষিত শিল্পী-কুশলীরা এখন দিশেহারা হয়ে অন্য কর্মসংস্থানের দিকে ধাবিত হচ্ছেন। যা এ সার্কাস শিল্পের জন্য অশনি সংকেত।

নিরঞ্জন বলেন, সার্কাসে ব্যবহৃত প্রশিক্ষিত হাতি, ঘোড়া, গাধা, কুকুর ও বানর প্রাণীগুলো নিয়ে সার্কাস মালিকরা পড়েছেন বেকায়দায়। প্রধানমন্ত্রী সব ক্ষেত্রে প্রণোদনা দিয়ে দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছেন। কিন্তু বিনোদনের মাধ্যম এ সার্কাস শিল্পে কোনো ধরনের সহযোগিতা এখন পর্যন্ত আসেনি।

তিনি বলেন, এরইমধ্যে করোনা মহামারির প্রকোপ অনেকটা কমে এসেছে। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য, সিনেমা হল, চিড়িয়াখানা, সমুদ্র সৈকতসহ পর্যটন কেন্দ্র সবই খুলে দেওয়া হয়েছে। শুধুমাত্র বন্ধ রয়েছে মেলা ও সার্কাস।

নিরঞ্জন দাবি জানিয়ে বলেন, রাজস্ব প্রদানকারী লাইসেন্সপ্রাপ্ত ২৫টি সার্কাস শিল্পপ্রতিষ্ঠানকে বর্তমানে সার্কাস প্রদর্শনের অনুমতি দেওয়া হোক। একইসঙ্গে এ শিল্পকে রক্ষা ও উন্নত প্রযুক্তি সংযোজন করে মানসম্মত প্রদর্শনের জন্য সরকারের কাছে ১০ কোটি টাকা (ফেরতযোগ্য) প্রণোদনা দাবি করছি।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন- সমিতির সহ-সভাপতি বিরেন দাস, সাধারণ সম্পাদক মো. শাহিনুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক শেখ আফতাব উদ্দিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
পিএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।