ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেলো নিউজ টোয়েন্টিফোর

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
ইউটিউবের ‘গোল্ডেন প্লে বাটন’ পেলো নিউজ টোয়েন্টিফোর বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের হাতে ‘গোল্ডেন প্লে বাটন’ তুলে দিচ্ছেন নিউজ টোয়েন্টিফোরের ঊর্ধ্বতনরা/ছবি: বাংলানিউজ

ঢাকা: জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ পেয়েছে ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠান নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন।

রোববার (৩১ জানুয়ারি) এই ‘গোল্ডেন প্লে বাটন’ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের হাতে তুলে দেন নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইস্ট-ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ও কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, বাংলানিউজের সম্পাদক জুয়েল মাজহার, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী ছাড়াও বসুন্ধরা গ্রুপের শীর্ষ কর্মকর্তারা।

ইউটিউবের কোনো চ্যানেল ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করলে তার স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ‘গোল্ডেন প্লে বাটন’ দেওয়া হয়।

করোনা পরিস্থিতির আগেই নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ডিজিটাল মাধ্যম এ অনন্য স্বীকৃতি অর্জন করে। বর্তমানে নিউজ টোয়েন্টিফোরের ইউটিউব চ্যানেল ২০ লাখ পরিবারের সদস্য।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২১
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।