ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাড্ডায় ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
বাড্ডায় ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ রাজধানীর বাড্ডা থানা এলাকা থেকে ২ কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন- মো. কেফায়েত উল্লাহ ও মো. আনোয়ার হোসেন।

অভিযানে তাদের তল্লাশী করে সঙ্গে থাকা ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

মঙ্গলবার (০২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে গোয়েন্দা উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার বদরুজ্জামান জিল্লু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর মধ্য বাড্ডার কাঁঠালবাগান এলাকায় অভিযান চালিয়ে কেফায়েত ও আনোয়ারকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুই আসামি ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তারা এসব ইয়াবা বাড্ডা এলাকায় সরবরাহ ও বিক্রির জন্য যাচ্ছিলেন।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এসজেএ/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।