ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

দুই মাসের মধ্যেই নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২১
দুই মাসের মধ্যেই নেপালের সঙ্গে বাণিজ্য চুক্তি

ঢাকা: আগামী দুই মাসের মধ্যেই বাংলাদেশ ও নেপালের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) চুক্তি হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্রের বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

 

নেপালের রাষ্ট্রদূত ডা. বংশিধর মিশ্র বলেন, বাংলাদেশ ও নেপাল খুব ঘনিষ্ঠ ও বন্ধুপ্রিতম দেশ৷ উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের সুযোগ রয়েছে। আর এ কারণে যত দ্রুত সম্ভব প্রিফারেন্সিয়াল ট্রেড অ্যাগ্রিমেন্ট (পিটিএ) বা অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করা হবে। আমরা মোটামুটি অনেক দুর এগিয়েছি।  

তিনি বলেন, চলতি ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ ও নেপালের ট্রেড নিগোশিয়েশন কমিটির অতিরিক্ত সচিব পর্যায়ে বৈঠক হবে। এরপর বাণিজ্য সচিব পর্যায়ে বৈঠক হবে। সেখানে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) বিভিন্ন বিষয় চূড়ান্ত করা হবে। আমরা আশা করছি আগামী দুই মাসের মধ্যে সব কিছু ফাইনাল হবে। এ চুক্তির মধ্যে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।  

তাহলে কি বলা যায় আগামী মার্চ মাসে বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে বা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এ চুক্তি হচ্ছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আশা করছি আগামী মার্চে  আমরা চুক্তি করতে পারবো। আমাদের ২০টির মতো পণ্য নিয়ে আলোচনা হচ্ছে।  

বাংলাদেশের কৃষিখাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের কৃষিখাতে ধান, চাল, মসলাজাতীয় পণ্যসহ অন্যান্য কৃষিভিত্তিক পণ্যের উৎপাদন ও চাষাবাদ আধুনিকায়নে এক সঙ্গে কাজ করবো। এলক্ষ্যে শিগগিরই একটি সমঝতা চুক্তি (এমওইউ) সই হবে। এতে দুই দেশ সম্মত হয়েছে। এছাড়া আমাদের মধ্যে যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য খাত নিয়ে আলোচনা হয়েছে।  

নেপালের সঙ্গে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হচ্ছে জানতে চাইলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, কৃষিভিত্তিক পণ্যসহ শিল্প যেমন, মসলাজাতীয় পণ্যের মধ্যে এলাচ আমরা এখন ভারত থেকে আনি। যদি নেপাল থেকে সরাসরি আনতে পারি তাহলে আরও কম দামে পাবো। এছাড়া টমেটো আমাদের দেশে হয় চার পাঁচ মাস, শীত ছাড়া টমেটো হয় না। ফলে অফ সিজনে টমেটো খেতে চাইলে দাম অনেক বেশি পড়ে। কিন্তু নেপালে অনেক সময় ধরে যেমন গ্রীষ্মকালে টমেটো হয়। সেটা আমরা চাইলে আনতে পারি। পিটিএর মধ্যে ভারত থেকে সস্তায় ফার্মাসিটিক্যাল, সিরামিক, গার্মেন্টস পণ্যসহ অন্যান্য পণ্য রয়েছে।  

অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) সই নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে।

কবে নাগাদ চুক্তি সই হতে পারে- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এটা নিয়ে কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।