ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চুরি করা বইয়ে টাকা তুলতে গিয়ে ধরা পড়লেন নারী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
চুরি করা বইয়ে টাকা তুলতে গিয়ে ধরা পড়লেন নারী

বরিশাল: বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে গ্রাহকের ফিক্সড ডিপোজিটের বই চুরির ঘটনায় ঝরনা বেগম (৩২) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ডাকঘর কর্তৃপক্ষ বই চোরকে আটক করে থানায় সোপর্দ করেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পোস্ট মাস্টার জয়নুল আবেদীন খান।

তিনি জানান, ওই নারী চুরি করা বই দিয়ে টাকা উত্তোলন করার চেষ্টা করছিলেন। এ কাজে তার বোনের মেয়েকেও ব্যবহার করেন। কিন্তু টাকা তুলে নেওয়ার আগেই তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বই চুরির অভিযোগে প্রকৃত বইয়ের মালিক বাদী হয়ে ঝরনা নামে এক নারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। আটক ঝরনাকে আগামী বুধবার (৩ ফেব্রুয়ারি) আদালতে সোপর্দ করা হবে।

জানা গেছে, গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) বরিশাল বিভাগীয় ডাকঘরের প্রধান কার্যালয় থেকে মদিনা আক্তার মিমের (আসল নাম) ফিক্সড ডিপোজিটের তিন লাখ টাকার বই (নম্বর এফডি-১৩২৬৯১) চুরি করে নিয়ে যান ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বাসিন্দা ঝরনা বেগম (আসল নাম)। এ বিষয়ে ডাকঘর কর্তৃপক্ষ থানায় অভিযোগ না দিতে ভুক্তভোগীকে অনুরোধ করেন। মূলত ডাকঘর কর্তৃপক্ষের দায়িত্ব অবহেলায় ওইদিন বই চুরির ঘটনা ঘটে বলে দাবি করেন মদিনা আক্তার।

এদিকে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) চুরি যাওয়া বই নিয়ে টাকা তোলার চেষ্টা করেন ঝরনা ও তার বোনের মেয়ে সোহাগী আক্তার শ্রাবনী (আসল নাম)।

এ সময় ডাকঘরের কর্মচারীরা ঝরনাকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ এসে দু’জনকে আটক করে নিয়ে যান। তবে ঝরনা বোনের মেয়েকে চুরির কাজে ব্যবহার করলেও তিনি জানতেন না আসলে কি করছেন। তার খালা তাকে বই জমা দিতে বলায় তিনি জমা দেন। এ কারণে তাকে মামলার আসামি করা হয়নি বলে জানান বাদী মদিনা আক্তার।

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।