ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লা ইউনিয়ন পরিষদ পেলো ‘মায়ের ডাক’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ফতুল্লা ইউনিয়ন পরিষদ পেলো ‘মায়ের ডাক’

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লা ইউনিয়নে গর্ভবর্তী মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে এবং প্রসবকালীন নিরাপদে বিনামূল্যে যাতায়াতের জন্য ‘মায়ের ডাক’ নামে একটি ভ্যান গাড়ি দিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক।  

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদে ওই ‘মায়ের ডাক’ ভ্যান সেবা কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী নারায়ণগঞ্জ জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি।

এ সময় একজন গর্ভবর্তী মাকে ‘মায়ের ডাক’ ভ্যানে উঠিয়ে স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।

ইউএনও নাহিদা বারিকের পরিকল্পনায় ও বাস্তবায়নে এদিন আরও ৪০ জন দরিদ্র বেকার নারীকে সেলাই মেশিন ও তিনজন প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ বিশ্বাস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র রায়, পুরুষ ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির, ফতুল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন।

বাংলাদেশ সময়: ০৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।