ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফেরি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
আরিচা-কাজিরহাট রুটে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফেরি 

মানিকগঞ্জ: নাব্যতা সংকটে বন্ধ হয়ে যাওয়ার প্রায় দুই যুগ পর বুধবার (৩ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা-কাজিরহাট নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চালু হতে যাচ্ছে। এরই মধ্যে ফেরি ঘাটের যানবাহনের ওঠা-নামার জন্য নির্মাণ করা হয়েছে রাস্তা।

মানিকগঞ্জ ও পাবনা জেলার দুই পাড়ে এরই মধ্যে ফেরি ঘাট নির্মাণ করেছে বিআইডব্লিউটিএ। পাঁচটি ড্রেজার দিয়ে দ্রুত কাজ করে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে আনা হয়েছে।  

জানা যায়, পদ্মা-যমুনার নাব্যতা সংকট ও দূরত্ব কমানোর জন্য ২০০১ সালের ২২ ফেব্রুয়ারি আরিচা থেকে ঘাট স্থানান্তর করা হয়। এর পর থেকে ধীরে ধীরে আরিচা ঘাট কর্ম চাঞ্চল্য হারায়। এ রুট চালু হলে আবার যৌবন ফিরে পাবে আরিচা ঘাট। ফেরি চলাচলের জন্য এরই মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিআইডব্লিউটিএর আরিচা সেক্টরের ট্রাফিকের সহকারী পরিচালক ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, বুধবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান আসবেন নৌপথের চ্যানেল ঠিক আছে কিনা দেখার জন্য, আমরা পরীক্ষামূলকভাবে আজ ফেরি চালু করবো।  

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আজ থেকে পরীক্ষামূলকভাবে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চালু করা হবে। সব কিছু স্বাভাবিক থাকলে এ মাসেই এ নৌরুটে ফেরি চলাচল উদ্বোধন করা হবে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।