ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আইনজীবীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
আইনজীবীকে মারধরের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড 

নওগাঁ: নওগাঁয় আদালত চত্বরে মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে মারধরের ঘটনায় চার পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
 
অন্যদিকে, এর প্রতিবাদে তৃতীয় দিনের মতো সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালন করছেন আইনজীবীরা।

এতে ভোগান্তিতে পড়েছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে আইনজীবীদের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আইনজীবীকে মারধরের অভিযোগ ওঠায় পুলিশের চার সদস্যকে ক্লোজ করা হয়েছে। এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।  

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, আইনজীবীকে লাঞ্ছিত করার ঘটনায় বুধবার সকাল ১১টা পর্যন্ত বিচারিক কার্যক্রম বর্জন কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১১টার পর আমাদের সাধারণ সভা শুরু হয়েছে। সভা শেষে পরবর্তী কর্মসূচি ঠিক করে জানানো হবে।

সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মুরাদ হোসেন নামে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢোকেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে যেতে বলেন দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে মারধর করেন।  

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।