ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
কুষ্টিয়ায় ট্রাকচাপায় ইটভাটা শ্রমিক নিহত

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপায় চান্দু আলী মল্লিক নামের এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে কুষ্টিয়া মেহেরপুর সড়কের নওপাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

চান্দু আলী মল্লিক মিরপুর পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে চান্দু মল্লিক বাইসাইকেল যোগে ইট ভাটায় যাচ্ছিলেন। এ সময়ে কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ জনগণ তিনটি ড্রাম ট্রাক ভাঙচুর করে।

মিরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রুহুল আমিন সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।