ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ভোলায় বাস-অটোরিকশা সংঘর্ষে অটোরিকশাচালক নিহত

ভোলা: ভোলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কবির হোসেন (৩২) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছে।

বুধবার (৩ ফেব্রয়ারি) সকাল পৌনে ১০টার দিকে বীরশ্রেষ্ট মোস্তফা কামাল বাসস্ট্যান্ড-ভেদুরিয়া সড়কের মাদ্রাসা বাজার সংলগ্ন এলাকা এ দুর্ঘটনা ঘটে।

কবির সদর উপজেলার চরনোয়াবাদ পুলিশ লাইন্স এলাকার বাসিন্দা আ. বারেকের ছেলে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, বাসস্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস ভেদুরিয়ার দিকে যাচ্ছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মুরগি বোঝায় অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক মারা যান।

ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আকবর বাংলানিউজকে জানান,  পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসটি জব্দ করেছে। নিহত কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।