ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে গাছের ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
রাজধানীতে গাছের ডাল ভেঙে শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর সবুজবাগে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় গাছের ডাল ভেঙে মাথায় পড়ে নজরুল মোল্লা (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি)  সকাল সাড়ে ১০টার দিকে সবুজবাগের কুসুমবাগে এ দুর্ঘটনা ঘটে।

পরে মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন। নজরুল বরগুনা জেলার আমতলি উপজেলার ডালাচাড়া গ্রামের সাহের মোল্লার ছেলে। তিনি রাজধানীর খিলগাঁও তালতলা মার্কেটের পেছনে একটি মেসে থাকতেন।

নির্মাণাধীন ভবনের শ্রমিক আব্দুল মোতালেব জানান, তারা সবুজবাগ কুসুমবাগে নির্মাণাধীন ভবনে কাজ করে। নজরুল ভবনের শ্রমিকের কাজ করতেন। সকালে তিনি আটতলা ভবনের নিচতলায় কাজ করছিলেন। নিচ থেকে নির্মাণ কাজে ব্যবহৃত লোহার রূপোশের মাধ্যমে সিমেন্ট উপড়ে উঠানো হচ্ছিলো। এমন সময় রূপোশ ছিড়ে পাশের বট গাছের উপড়ে পড়লে ডাল ভেঙে নজরুলের মাথার উপড়ে পড়ে। পরে আহত অবস্থায় দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।