ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কৃষকরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান কৃষকরা ...

ফেনী: ফেনীর সোনাগাজীতে ফসলি জমি রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছেন ভূমি মালিক ও কৃষিজীবীরা।  

উপজেলার ফসলি কৃষি জমিকে অকৃষি ভূমি দেখিয়ে ‘সোনাগাজী সোলার পাওয়ার লি.’-এর স্বার্থে হুকুম দখল কার্যক্রম গ্রহণের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছে স্থানীয় ভূমি মালিক ও কৃষিজীবীরা।

 

বুধবার (০৩ ফেব্রুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে এসে জেলা প্রশাসকের হাতে তারা এ স্মারকরিপি তুলে দেন।  

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বিদ্যুৎ-জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্মারকে ওই মৌজার আনুমানিক ২শ একর অকৃষি জমি অধিগ্রহণের জন্য ভূমি মন্ত্রণালয়কে এড়িয়ে সরাসরি ফেনী জেলা প্রশাসককে আদেশ প্রদান করা হয়। এ আদেশের ধারাবাহিকতায় স্থানীয় পৌর ভূমি অফিস ও সোনাগাজীর সহকারী কমিশনার (ভূমি) সোনাগাজী সোলার পাওয়ার লি. কোম্পানির কর্মকর্তাদের দ্বারা অবৈধভাবে বাধ্য হয়ে অকৃষি ভূমির স্থলে তিন ফসলি কৃষি ভূমিকে অধিগ্রহণের জন্য বেআইনিভাবে প্রস্তাব প্রেরণ করে। প্রকৃতপক্ষে উল্লিখিত ষোল আনা ভূমিই ফসলি কৃষি ভূমি।

এসময় উপস্থিত ছিলেন, সোনাগাজী মুহুরী সেচ প্রকল্প এলাকার থাক খোয়াজ লামছি মৌজার ১ ও ২ নম্বর সিটের ফসলি ভূমি রক্ষা কমিটির আহ্বায়ক জসিম উদ্দিন, সদস্য সচিব মোশারফ হোসেন, সদস্য নিজাম উদ্দিন, আবু তৈয়ব ও মাহবুবুল হক।  

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।