ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মাদক মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
গৌরনদীতে মাদক মামলায় যুবকের ৭ বছরের কারাদণ্ড

বরিশাল: নিজ হেফাজতে ইয়াবা রাখার অভিযোগে দায়ের করা মামলায় গৌরনদীতে মাহবুব আলম কুট্টি নামে এক যুবককে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মাহবুব আলম কুট্টি উপজেলার টরকি চর খেয়াঘাট এলাকার মোসলেম হাওলাদারের ছেলে।  

বুধবার (৩ ফেব্রুয়ারি) বরিশালের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী হেদায়েতুন নবী জাকির বাংলানিউজকে জানান, ২০১৮ সালের ১৮ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জাফার আহমেদ তার সঙ্গীয় ফোর্স নিয়ে কুট্টির নিজ এলাকায় অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

একই বছর ১৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নোমান আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ০৮৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।