ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যশোরে চাচাকে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
যশোরে চাচাকে কুপিয়ে হত্যা

যশোর: যশোরে মানসিক ভারসাম্যহীন ভাতিজার ধারালো বটির কোপে আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িত ভাতিজা আলালকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম ভাতুড়িয়া গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। আটক আলাল একই গ্রামের রওশন আলীর ছেলে। তারা সম্পর্কে আপন চাচা-ভাতিজা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ফজরের নামাজ পড়ে আবুল কাসেম নারায়ণপুর মোড়ে চায়ের দোকানে যান। সেখানে মানসিক ভারসাম্যহীন আলাল তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ধারালো বটি দিয়ে চাচার মাথায় কোপ দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা কাশেমকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মুহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। মানসিক ভারসাম্যহীন ভাতিজাকেও আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।