ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নবীনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নবীনগরে ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসলাম মৃধার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ওয়ার্ড সদস্যরা  (মেম্বার)।

মাদক কেনা-বেচায় সম্পৃক্ততাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি)  দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন করেন তারা।

এছাড়া তারা ওই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থাও ঘোষণা করেন।  

সংবাদ সম্মেলনে বিভিন্ন অভিযোগ এনে বক্তব্য দেন ওয়ার্ড সদস্য আব্দুল হাফেজ লিটন। এ সময় কাইতলা ইউপির ওয়ার্ড সদস্য মো. কাজল মিয়া, জাহাঙ্গীর আলম, লিটন মিয়া, খলিলুর রহমান, জহিরুল ইসলাম, আম্বিয়া খাতুন, মোছাম্মত দোলনা বেগমসহ ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।  

এ সময় বক্তারা বলেন, মাদকাসক্ত চেয়ারম্যান আসলাম মৃধা নির্বাচিত হবার পর থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। মাদক কেনাবেচা, টিআর-কাবিখা খাতের অর্থ আত্মসাৎ এবং জন্ম ও মৃত্যু সনদে অতিরিক্ত অর্থ আদায় করেছেন তিনি। এতে ইউপি কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন।  

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মহিলা মেম্বারকে জুতা পেটা করারও অভিযোগ করা হয়। এ সময় উপস্থিত ইউপির সদস্যরা ওই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।