ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

৬ শিল্প সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
৬ শিল্প সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানসহ অন্যরা৷ ছবি: শাকিল আহমেদ

ঢাকা: ছয়টি শিল্প সেক্টরকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। সেক্টরগুলো-ট্যানারি, গ্লাস, সিরামিক, জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমূলক চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশম৷

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর শ্রম ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান৷

সংবাদ সম্মেলনে শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি সৈয়দা মুনিরা সুলতানা, জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি আলাউদ্দিন মিয়া প্রমুখ৷

মুন্নুজান সুফিয়ান বলেন, ২০১৯ সালের ২৯ জানুয়ারি জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত সুপারিশ বিবেচনাক্রমে বিভিন্ন সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করার ক্ষেত্রে সুপারিশ প্রণয়নের লক্ষ্যে ২০১৯ সালে জাতীয় মনিটরিং কোর কমিটি গঠন করা হয়৷ এরপর ট্যানারি, গ্রাস, সিরামিক, জাহাজ পুন:প্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী চামড়াজাত শিল্প ও পাদুকা এবং রেশমের ৬টি শিল্প সেক্টরের মালিক পক্ষের অ্যাসােসিয়েশন থেকে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানানাে হয় যে, এসব সেক্টরে কোনো শিশুশ্রম নেই৷

তিনি বলেন, সংশ্লিষ্ট সেক্টরের অ্যাসোসিয়েশন থেকে প্রত্যয়ন পাওয়ার পরিপ্রেক্ষিতে জাতীয় মনিটরিং কোর কমিটি গত নভেম্বর ও ডিসেম্বর মাসে ৬টি সেক্টরের বিভিন্ন স্থানে অবস্থিত কারখানাসমূহ পরিদর্শন করে৷ জাতীয় মনিটরিং কোর কমিটির সরেজমিন পরিদর্শনের আগেই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সংশ্লিষ্ট এলাকার পরিদর্শকরা কারখানাগুলো পরিদর্শন করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠায়।

জাতীয় মনিটরিং কোর কমিটি ৬টি সেক্টর পরিদর্শন সম্পন্ন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে ৬টি প্রতিবেদন দাখিল করে৷

শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম বলেন, ২০২১ সালের মধ্যে আরো কিছু সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হবে৷ ইতোমধ্যে কেরানীগঞ্জকে শিশুশ্রমমুক্ত করার লক্ষ্যে কাজ চলছে৷

আরও বক্তব্য রাখেন লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী রওশন আরা সুমি, বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম মোল্লা প্রমুখ৷

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
ডিএন/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।