ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
ধামইরহাটে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে দিঘিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের ডারকা দিঘিতে এ ঘটনা ঘটে।



নিহত শিশুরা হলেন- ওই ইউনিয়নের অন্তর্গথ ডারকাদিঘি গ্রামের আরিফ হোসেনের ছেলে মাহফুজার রহমান শয়ন (৯) ও পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার গগণপুর গ্রামের সাইফুল্লাহ শেখের ছেলে আলিফ শেখ(১০)।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে কয়েকজন শিশু বাড়ির পাশে ডারকা দিঘিতে গোসল করতে নামে। একপর্যায়ে অবুঝ শিশুরা দিঘিতে মাছের খাবার দেওয়া একটি ড্রামে চড়ে মাঝখানে গেলে পানিতে সেটি ডুবে যায়। এ সময় ওই দুই শিশু তলিয়ে যায়। তবে অন্যরা সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়। স্থানীয়রা টের পেয়ে দিঘি থেকে শিশু দুইটিকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে দু’জনই মারা যায়।

এ বিষয়ে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মমিন বাংলানিউজকে জানান, পানিতে ডুবে দুই শিশু মৃত্যুর ঘটনায় ধামইরহাট থানায় একটি এবং পত্নীতলা থানায় অপর একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।