ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রকে আরও সংবেদনশীল হতে হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
রাষ্ট্রকে আরও সংবেদনশীল হতে হবে আলী রীয়াজ

ঢাকা: ‘রাষ্ট্রকে আরও সংবেদনশীল হতে হবে। এ বিষয়ে গবেষণা, পরামর্শ নীতিনির্ধারকদের বিবেচনায় নিতে হবে’।



বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সেন্টার ফর গভার্নেন্স স্টাডিজ (সিজিএস) ওয়েবিনারে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ এ কথা বলেন। ইউএনডিপির সহযোগিতায় এই ওয়েবিনার আয়োজন করে সিজিএস।

ওয়েবিনারে বক্তারা বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠার প্রশ্নে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি। কোভিড-১৯ এর মতো দুর্যোগ মোকাবিলায় চরম অব্যবস্থাপনা-অনিশ্চয়তা দূর করে সমাজের পশ্চাদপদ অংশের মানুষের দিকে গভীর মনোযোগ দিতে হবে’।  

‘করোনাকালে বাংলাদেশে সুশাসন উত্তরণের উপায়’ শীর্ষক এক পলিসি ব্রিফ প্রকাশ করা হয় এ অনুষ্ঠানে।
 
পলিসি ব্রিফ এর লেখক ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজ ছাড়াও এ ওয়েবিনারের সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়ার হোসেন, ‘সুজন’ সেক্রেটারি ড. বদিউল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন বক্তৃতা  করেন। ওয়েবিনারটি সঞ্চালনা করেন সিজিএস-এর নির্বাহী পরিচালক ও টিভি উপস্থাপক জিল্লুর রহমান।  
সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়ার হোসেন বলেন, ‘এই শিক্ষা ব্যবস্থা তরুণ সম্প্রদায়ের সামনে নতুন ভাবনা হাজির করতে পারছে না। বর্তমান এই শিক্ষা পদ্ধতি-ব্যবস্থাপনা পুরোটাই ঢেলে সাজাতে হবে’।  

‘সুজন’ সেক্রেটারি ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘রাষ্ট্র সাধারণ মানুষের পক্ষে কাজ করছে না। এই পরিস্থিতির আশু পরিবর্তন জরুরি’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন বলেন, ‘যথার্থ নেতৃত্বের সংকট দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নেওয়ার পথে বড় অন্তরায়’।  

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।