ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রেলসেতুর উপর হাঁটার সময় ট্রেন দেখে ঝাঁপ, ইটের আঘাতে মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
রেলসেতুর উপর হাঁটার সময় ট্রেন দেখে ঝাঁপ, ইটের আঘাতে মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় রেল সেতুর উপর দিয়ে হাঁটার সময় চলন্ত ট্রেন আসতে দেখে সেতু থেকে ঝাঁপ দিয়ে বেলায়েত হোসেন দুলাল (৩৫) নামে এক ইন্সুইরেন্স কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-সিলেট-চট্টগ্রাম রেলপথের শহরের ভাদুঘর এন্ডারসন খাল (কুরুলিয়া খাল) রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলায়েত হোসেন দুলাল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জের বাসুদেবপুরের হাবিবুর রহমানের ছেলে।  

তিনি পপুলার লাইফ ইন্সুইরেন্স কোম্পানির ব্রাহ্মণবাড়িয়ার সার্ভিস সেল ইনচার্জ ছিলেন ও জেলা শহরের সরকার পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলায়েত হোসেন দুলাল ভাদুঘর থেকে রেললাইন ধরে পায়ে হেঁটে জেলা শহরের দিকে আসছিলেন। তিনি এন্ডারসন খাল সেতু পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেন তার কাছাকাছি এসে পড়ে। এসময় তিনি সেতুর মাঝের পিলার থেকে নিচে ঝাঁপ দেন। তখন ইটের সঙ্গে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।  

আখাউড়া রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।