ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
নলছিটিতে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নয়ন (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নলছিটি-হদুয়া সড়কের ভাড়ানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নয়ন উপজেলার সরমহল এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতো।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে সরমহল সরদার ব্রিকস থেকে ডাইসু গাড়িতে ইটবোঝাই করে হদুয়া যাচ্ছিল চালক মো. জহির। হেলপার হিসেবে ইটভাটার শ্রমিক নয়নকে তিনি সঙ্গে নিয়ে যান। গাড়িটি ভাড়ানি এলাকায় গেলে একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। এতে গাড়ির ভেতরে থাকা নয়ন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) আবদুল হালিম তালুকদার বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ওই হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।