ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘শিক্ষক নিয়োগে যোগ্যতার প্রশ্নে আপস নয়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২১
‘শিক্ষক নিয়োগে যোগ্যতার প্রশ্নে আপস নয়’ বক্তব্য রাখছেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু

খাগড়াছড়ি: ‘আসন্ন খাগড়াছড়ির প্রাথমিক শিক্ষক নিয়োগ মেধার ভিত্তিতে হবে। শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষকদের যোগ্যতার প্রশ্নে কোনো আপস হবে না’

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলার মাটিরাঙায় ‘বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ’-এর আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।

তিনি বলেন, মানসম্মত শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক বিদ্যালয়। তাই খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অধীনে আসন্ন শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা শতভাগ মেধাকে গুরুত্ব দেব।

নিয়োগে যেকোনো ধরনের অনিয়ম, সমস্যা নিরসনে হটলাইন নম্বর চালু করা হবে। পরীক্ষায় অংশগ্রহণকারীরা সরাসরি তাদের সমস্যা জানাতে পারবেন। চাকরি প্রার্থীদের কোনো রকমের অন্যায় ও অনিয়মের আশ্রয় না নেওয়ার অনুরোধ জানান তিনি।

মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রাম পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য গ্রামে গ্রামে নতুন নতুন প্রাথমিক বিদ্যালয় স্থাপন করছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানকে জাতীয়করণ করছে।

উপজেলা সদরের জলপাহাড় কমিউনিটি সেন্টারে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হেমেন্দ্র ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, মেমং মারমা ও হিরণজয় ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা এবং মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রশান্ত কুমার ত্রিপুরা।

সভা শেষে ভাগ্যধন ত্রিপুরাকে সভাপতি, বরুণ বিকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং মলেন্দ্র লাল ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট তিন বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২১
এডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।