ঢাকা: দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার সাজা থেকে মুক্তি পেলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য ড. মহিউদ্দিন খান আলমগীর।
নিম্ন আদালতের দেওয়া এ সাজা বাতিল করে গত বছরের ১৩ আগস্ট হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. ফজলুল করিমের নেতৃত্বে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ আজ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের এ মামলায় নিম্ন আদালত তাকে ১৩ বছরের সাজা দিয়েছিলেন।
মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার রফিকুল হক ও দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।
রায় ঘোষণার পর ব্যারিস্টার রফিকুল হক সাংবাদিকদের বলেন, ‘২০০৭-এর ১৮ ফেব্রুয়ারি দুদক যে ৫৬ জনকে সম্পদের হিসাব দাখিলের নোটিস দিয়েছিল আজকের রায়ের পর সেগুলো অবৈধ বলে গণ্য হবে। ’
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০১০