ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২১
রাজধানীতে দুই বাসের চাপায় হেলপার নিহত

ঢাকা: রাজধানীর রামপুরায় বাস চাপায় নাজমুল হোসেন (১৭) নামে এক বাস হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সন্ধ্যা ৬টায় মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিএনজি আটোরিকশা চালক মো. জলিল বাংলানিউজকে জানান, রামপুরা কাঁচা বাজার   এলাকায় হামিম ও রাইদা পরিবহণের দুই বাসের চাপায় প্রথমে সে গুরুতর আহত হলে তাকে খিদমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামা মো. আল-আমিন বাংলানিউকে জানান, কিশোরগঞ্জ ইটনা উপজেলার উজারপাড় গ্রামের মো. শমসের আলীর ছেলে নাজমুল। পাঁচ বছরের বেশি সময় ধরে সে বাসের হেলপারি করতো। ঘটনার সময় সে রাইদা পরিবহণে ডিউটি করছিলো।  

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।