ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা মৌলভীবাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার: মৌলভীবাজারে নানা অনিয়মের সত্যতায় তিন প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা, শমসেরনগর রোডসহ বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট, ফার্মেসি এবং অন্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় সময় জরিমানা করা হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিনের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশ ফোর্স এ সময় উপস্থিত ছিলেন।

সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, ‘এ তদারকি অভিযানে মেয়াদোত্তীর্ণ প্রসাধনী ও তেল রাখা, মূল্য তালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে রান্না ও কাঁচা খাদ্য পণ্য সংরক্ষণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে জরিমানা করা হয়েছে। ’

তিনি বলেন, ‘মৌলভীবাজার চৌমুহনাতে অবস্থিত বেঙ্গল ফুডকে ৮ হাজার টাকা, শমসেরনগর রোডে অবস্থিত সাগরিকা রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা, দিল্লি রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, সকাল সন্ধ্যা রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা, হোটেল প্রিমিয়ামকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
বিবিবি/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।