ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে পিস্তল ঠেকিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
পঞ্চগড়ে পিস্তল ঠেকিয়ে ১৫ লাখ টাকা ছিনতাই

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় দিনে-দুপুরে পিস্তল ঠেকিয়ে রাশেদা বেগম (৫৫) নামের এক নারীর কাছে থাকা জমি বিক্রির ১৫ লাখ টাকা ছিনতাই করেছে ছিনতাইকারীরা।  

বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বোদা উপজেলার সদর ইউনিয়নের মন্নাপাড়ায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে।

 

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, বোদা উপজেলার মহাজনপাড়ার একেএম আরিফ সাফিদের কাছে ১১ বিঘা জমি বিক্রি করেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের পূর্ব শিকারপুর এলাকার রাশেদা বেগম। বুধবার দুপুরে বোদা সাব রেজিস্ট্রি কার্যালয়ে সেই জমি লিখে দেন তিনি। জমি বিক্রির টাকার বড় একটি অংশ আগেই লেনদেন হয়েছে তাদের মধ্যে। বুধবার জমির দলিল হওয়ার পর ক্রেতা পক্ষ রাশেদাকে জমি বিক্রির অবশিষ্ট ১৫ লাখ টাকা দেন। সেই টাকা নিয়ে রাশেদা এবং তার ভাই ও ছেলে ব্যাটারি চালিত ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। পথে মন্নাপাড়ায় চারটি মোটরসাইকেলে আটজন ছিনতাইকারী এসে তাদের পথরোধ করে। এর মধ্যে দু’জন ইজিবাইকের কাছে গিয়ে পিস্তল ঠেকিয়ে এবং আরেকজন ছুরি দেখিয়ে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যান। ঘটনার সময় ছিনতাইকারীদের মুখে মাস্ক ও মাথায় হেলমেট ছিল।

ইজিবাইকচালক ওয়াহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় আমরা চিৎকার করলে মেরে ফেলার হুমকি দেয় ছিনতাইকারীরা। পরে তারা চলে গেলে আমাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বাংলানিউজকে বলেন, ঘটনাটি শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিভিন্ন এলাকার সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করা হচ্ছে। জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ অভিযান চালাচ্ছে।  

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।