ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

বান্দরবানে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
বান্দরবানে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই বেলাল এন্টারপ্রাইজে বৈদুতিক শট সার্কিট অগ্নিকাণ্ড। ছবি: বাংলানিউজ

বান্দরবান: বান্দরবান সদরের বাস স্টেশন এলাকায় বায়তুল শরফ মসজিদ মার্কেটের একটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টায় বেলাল এন্টারপ্রাইজে বৈদুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বেলাল এন্টারপ্রাইজ এর স্বত্তাধিকারী মো. বেলাল উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে দোকানে গিয়ে দেখি দোকানে প্রচুর ধোঁয়া আর আগুন। অগ্নিকাণ্ডে তিনটি ফ্রিজ, একটি কফি মেশিন, ১০টি চেয়ারসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আবুল কালামসহ বিভিন্ন জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।