ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

ফেনীতে পঞ্চবটীর ‘রাধিকা কথন’ মঞ্চস্থ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
ফেনীতে পঞ্চবটীর ‘রাধিকা কথন’ মঞ্চস্থ

ফেনী:  চিরায়িত রাধাকৃষ্ণের প্রেম কাহিনী অবলম্বনে ফেনীতে পঞ্চবটী প্রযোজিত মঞ্চনাটক রাধিকা কথন মঞ্চস্থ হয়েছে। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে নাটকটি মঞ্চস্থ করা হয়।

মঞ্চায়নের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।

এটি ফেনীর সাংস্কৃতিক সংগঠন পঞ্চবটীর তৃতীয় প্রযোজনা। সুনীল গঙ্গোপাধ্যায় এর রাধাকৃষ্ণ উপন্যাস অবলম্বনে ভারতের বিখ্যাত নাট্যকার পার্থপ্রতিম চক্রবর্তীর নাটক রাধিকা কথনের প্রায়োগিক নাট্যরুপ দেন পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠনের দলনেতা পৃথ্বী রাজ চক্রবর্তী। নাটকটির নির্দেশনা দেন বিধান চন্দ্র শীল।

সুজন চৌধুরী বলেন, করোনাকালীন সময়ের পরে দীর্ঘদিন পরে এই প্রথম নাটকটি মঞ্চায়িত হয়েছে। ফেনীর সাংস্কৃতিক অঙ্গন অনেক বেশি সমৃদ্ধ। পরবর্তীতে নিয়মিত ভিন্ন নাটক গোষ্ঠী দ্বারা নাটক মঞ্চায়িত করার ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে সব ধরনের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।

নাটকটির নির্দেশক বিধান চন্দ্র শীল বলেন, পঞ্চবটী সাংস্কৃতিক সংগঠন মঞ্চ নাটক করে ফেনীর ঐতিহ্য ধরে রাখার জন্য। নিয়মিত এমন মঞ্চ নাটক আয়োজন করা হবে বলে জানান তিনি।

নাটক শেষে কেক কেটে পঞ্চবটীর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন নাট্যকর্মীরা।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২১
এসএইচডি/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।